তারপরও পোশাক কারখানা খোলার নোটিশ!

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৯, ২০২১, ০১:৩৪ এএম

তারপরও পোশাক কারখানা খোলার নোটিশ!

সরকারি ঘোষিত নির্দেশনা উপেক্ষা করে আগামী ২৭ জুলাই কারখানা খোলার নোটিশ দেওয়া হয়েছে বেশ কিছু পোশাক কারখানায়। আবার কিছু কারখানার নোটিশে ২৭ তারিখ খুলে দেওয়ার নোটিশের পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলা হয়েছে। যদি সরকারি সিধান্ত শিথিল না হয় তবে ৫ আগস্টই খুলে দেওয়া হবে কারখানা। কারখানায় উল্লেখিত নোটিশের তথ্য অনুযায়ী এর পরে নোটিশ কিংবা লাইন ম্যানাজারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। আবার বিভিন্ন কারখানার শ্রমিকনেতা এবং শ্রমিকদের অভিযোগ সরকারি ওই নির্দেশনার কথা চিন্তা করে অনেক কারখানা মালিকরা শ্রমিকদের ২৩ জুলাই পর্যন্ত কারখানায় অবস্থান করার নোটিশ দিয়েছে। 

১৩ জুলাই (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখিত তথ্য অনুযায়ী এই সময়ে বন্ধ থাকবে সব ধরণের শিল্প-কারখানা। 

১৩জুলাই সরকারি প্রজ্ঞাপনের নির্দেশনা প্রকাশ হওয়ার পর থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছিলেন গার্মেন্টস মালিকরা। ১৪ জুলাই (বুধবার) এক জরুরি সভায় সরকারের কাছে লকডাউনে পোশাক কারখানা খোলা রাখার দাবি জানান টেক্সটাইল ও গার্মেন্টস উৎপাদক এবং রপ্তানিকারক সংগঠনের নেতারা। নেতাদের দাবি তা না হলে বড় ধরণের ক্ষতিতে পড়তে হবে বাংলাদেশের পোশাক শিল্পকে। কয়েক ঘন্টাব্যাপি সভার পর বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি ফারুক হাসান জানান,লকডাউনে কারখানা খোলা রাখার দাবি জানিয়ে তারা মন্ত্রীপরিষদ সচিবকে চিঠি দেবেন। 

১৪জুলাই বাণিজ্যমন্ত্রী জানান ঈদের পর লকডাউনের সময় পোশাক কারখানা খোলা রাখার কথা ভাবছে সরকার।দেশের বৃহত্তর রপ্তানি আয়ের এই খাতটি যেন উৎপাদন অব্যাহত রাখতে ও আন্তর্জাতিক ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারে এই উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Link copied!