সাতক্ষীরার কালীমন্দিরে প্রার্থনায় অংশ নিলেন মোদি

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৭, ২০২১, ০৪:৫৬ পিএম

সাতক্ষীরার কালীমন্দিরে প্রার্থনায় অংশ নিলেন মোদি

সাতক্ষীরার শ্যামনগরে সাড়ে চারশ’ বছরের পুরোনো ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দিরে প্রার্থনায় অংশ নিয়েছেন বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে সকাল ১০টায় শ্যামনগর এ. সোবাহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নবনির্মিত হ্যালিপ্যাডে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে অবতরণ করেন। 

সেখান থেকে নরেন্দ্র মোদি সুসজ্জিত মোটর শোভাযাত্রায় ৯০০ মিটার দূরে রাজা লক্ষণ সেনের আমলে প্রতিষ্ঠিত ওই মন্দির প্রাঙ্গণে পৌঁছান। এরপর যশোরেশ্বরী কালীমন্দিরে তার পূজা দেওয়া শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।

টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারতের এ প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় পৌঁছার আগেই সেখানে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই ভারতের প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানাবেন।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিসৌধ কমপ্লেক্সে নরেন্দ্র মোদি একটি গাছের চারা রোপণ করবেন বলেও জানা গেছে। এরপর সেখান থেকে তিনি যাবেন কাশিয়ানীর ওড়াকান্দিতে।

সেখানে তিনি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনা করবেন। পরে তিনি মতুয়া প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর আবার ঢাকায় ফিরে আসবেন মোদি।

Link copied!