বাড্ডায় রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপি নেতারা ক্লান্ত, হতাশ বলে গতকাল বুধবার মন্তব্য করেছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার তারই জবাব দিলেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে তিনি বলেন, “বিএনপি নেতারা ক্লান্ত নয়। বরং আওয়ামী লীগ নেতা ও তাদের স্বজনরাই দেশ ছেড়ে যাচ্ছে।”
বৃহস্পতিবার (২ মে) সারা দেশে চলমান তীব্র তাপদাহে বিপর্যস্ত নগরীর পথচারীদেরকে ঢাকা মহানগর উত্তর বাড্ডা বিএনপির পক্ষ থেকে খাবার পানি-স্যালাইন বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, “ওবায়দুল কাদের সাহেবরা হতাশা থেকে শ্রাবণের বৃষ্টির ধারার মতো অনর্গল অসত্য তথ্য দিয়ে যাচ্ছেন। শত নিপীড়নেও বিএনপি নেতারা রাজপথে আছে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “আমরা তো জেলে আসা-যাওয়ার মধ্যেই আছি। শত নিপীড়নেও রাজপথে কর্মসূচি অব্যাহত রেখেছি। আমরা জুলুম-নির্যাতনের কাছে মাথানত করবো না।”
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, “বেসিক ব্যাংকসহ নানা ব্যাংক লুট করে, হলমার্ক কেলেঙ্কারী করে, পদ্মা সেতু, মেট্রোরেল, ফ্লাইওভার নির্মাণের নামে টাকা লুটপাট করে সে টাকা তারা বিদেশে পাচার করেছে। মালয়েশিয়া, কানাডা, অস্ট্রেলিয়ায় সেকেন্ড হোম তৈরি করে তাদের স্ত্রী-সন্তানদের, আত্মীয়-স্বজনদের সেখানে পাঠিয়ে দিচ্ছে।”
আওয়ামী লীগ শ্রমিকদের কল্যাণে কিছুই করেনি অভিযোগ তুলে তিনি বলেন, “শ্রমিকরা তাদের ন্যায্য দাবিতে, বেতনের দাবিতে, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে গেলে চারজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। শ্রমিক নেতা আমিনুল হককে পুলিশ গুলি করে হত্যা করেছে। রানা প্লাজায় প্রায় হাজারো শ্রমিক হতাহত হলো। তাজরিন গার্মেন্টে ১০০ শ্রমিক প্রাণ হারাল, সেগুলো মানুষ ভুলে যায়নি।”