সালাম, খোকনসহ বিএনপির পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

আদালত প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২২, ০৯:৫৩ পিএম

সালাম, খোকনসহ বিএনপির পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

গত ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশের আগে গ্রেফতার হওয়া  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, দলের যুগ্মমহাসচিব  খায়রুল কবির খোকনসহ পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এ আদেশ দেন। 

বিএনপির অন্য তিন নেতা হলেন-দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও আবুল হোসেন।

আদালতে ডিভিশন আবেদনের পক্ষে শুনানি করেন হাইকোর্টের সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামালসহ বিএনপির আইনজীবীরা। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

 

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক হন খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ ৪৫০ জন। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে ৪৪৫ জনকে কারাগারে পাঠায়।

Link copied!