সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে ডিপো

নিজস্ব প্রতিবেদক

জুন ৫, ২০২২, ০৫:১৫ পিএম

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে ডিপো

চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় বহন করার ঘোষণা দিয়েছে বিএম ডিপো। ডিপোর এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। 

বিএম কন্টেইনার ডিপোর পরিচালক মুজিবুর রহমান বলেছেন, কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে কন্টেইনার থেকেই আগুন ধরেছে বলে ধারণা করছি। নৈতিকতা ও মানবিক দৃষ্টিকোন থেকে হতাহতদের পাশে থাকব বলে ঘোষণা দিয়েছি। আহতরা যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সে ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আমরা বহন করবো। এ দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছে তাদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয়া হবে। পাশাপাশি সকল হতাহতের পরিবারের দায়িত্ব নেয়া হবে। প্রশাসন যেভাবে সিদ্ধান্ত দেবে সেভাবেই সহায়তা করা হবে। মানবিক দৃষ্টিকোন থেকে সবাই পাশে থাকুন।

Link copied!