সুনামগঞ্জে বন্যা: কমছে পানি বাড়ছে দুর্গন্ধ

নিজস্ব প্রতিবেদক

জুন ২৪, ২০২২, ১০:০৮ পিএম

সুনামগঞ্জে বন্যা: কমছে পানি বাড়ছে দুর্গন্ধ

টানা কয়েকদিন বৃষ্টিপাত না হওয়ায় এবং নদ-নদীর পানি কমতে থাকায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শহরের প্রধান রাস্তাঘাট পানির নিচ থেকে ভেসে উঠছে। কঙ্কালসার রাস্তাগুলোর খানাখন্দ চোখে পড়ছে এখন। শুক্রবার সকালে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি কমলেও শহরে পানিতে ভেসে আসা ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি থেকে বাতাসে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। অনেক এলাকায় রাস্তা দিয়ে হেঁটে চলা কষ্টকর হচ্ছে।

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত গণমাধ্যমকে বলেছেন, শহরের আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে। যতদিন পর্যন্ত আবর্জনা পরিষ্কার না হচ্ছে ততদিন অভিযান অব্যাহত থাকবে।

দ্বিতীয় দফা বন্যায় সুনামগঞ্জ পৌর শহরের প্রায় শতভাগ রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট, সরকারি- বেসসরকারি অফিস, আদালত, হাসপাতাল পানিতে ডুবে গিয়েছিল। গত কয়েক দিন ধরে শহরের প্রধান রাস্তাগুলো থেকে পানি নেমেছে। তবে এখনও নবীনগর, বিলপাড়, হাছননগর, জামতলা, হাজীপাড়া, কালীপুর এলাকার রাস্তা, ড্রেন, বাসাবাড়ির আঙিনায় আবর্জনা ও ময়লা পানি আটকে আছে। এসব থেকে দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছে।

স্থানীয়রা জানিয়েছেন, যেসব রাস্তাঘাটে আবর্জনা পড়ে রয়েছে এবং বন্যার পানি জমে আছে সেসব এলাকার হাঁটাচলা কষ্টকর হয়ে পড়েছে। বাজারের রাস্তায় ময়লা জমে থাকায় ব্যবসায়ী ও ক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টের ব্যবসায়ীরা বলছেন, বন্যার পানি রাস্তাঘাট থেকে নেমে গেছে। তবে এখনও রাস্তার ওপর আবর্জনা ও পানি আটকে রয়েছে। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে। দোকানের সামনে আবর্জনা আটকে থাকায় ব্যবসায়ী ও কাস্টমারের অসুবিধা হচ্ছে।

সুনামগঞ্জ স্টেশন রোডের ব্যবসায়ীরা বলেন, বন্যায় সব রাস্তাঘাট, দোকানপাট ও বাসাবাড়ি পানির নিচে চলে গিয়েছিল। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তা-ঘাটে স্তুপ হয়ে থাকা আবর্জনায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এসব এলাকায় এখন টেকাই দায়।

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, বন্যায় সুনামগঞ্জ পৌরসভার শতভাগ এলাকা পানির নিচে চলে গিয়েছিল। নিচ তলায় থাকা সকলের বাসাবাড়ি ও অফিসের আসবাবপত্রসহ যা কিছু ছিল সব পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। বন্যার পানি কমার পর গত দুদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান নিয়মিত চলছে। তবে এখনও অনেকের বাসাবাড়ি ও দোকানপাটের ময়লা ও আবর্জনা পরিষ্কার করে শেষ করতে পারেননি। একদিকে ময়লা পরিষ্কার করা হচ্ছে অন্যদিকে নতুন করে ময়লা রাস্তার ওপর ফেলা হচ্ছে। এ কারণে ময়লা-আবর্জনা সরাতে বিলম্ব হচ্ছে।

Link copied!