সেদিনই প্রথম এলএসডি নিয়েছিল হাফিজ

তুহিন কান্তি দাস

জুন ১৬, ২০২১, ০৮:২২ পিএম

সেদিনই প্রথম এলএসডি নিয়েছিল হাফিজ

মারা যাবার দিন কৌতুহলবশত প্রথমবার হাফিজ এলএসডি গ্রহণ করে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি। কমিটির প্রধান সহকারী প্রোক্টর লিটন কুমার সাহা জানান, কার্জন হলের রসায়ন বিভাগের করিডোরে সেই আড্ডায় উপস্থিত বন্ধুদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে এসেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হাফিজ হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে ঢাকা বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করে। এই কমিটির প্রধান 'এপ্লাইড ম্যাথম্যাটিকস' বিভাগের সহযোগী অধ্যাপক এবং সহকারী প্রোক্টর লিটন কুমার সাহাকে তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি দ্য রিপোর্টকে বলেন, এখনো তদন্ত প্রক্রিয়াধীন। কয়েকদিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে দাখিল করা হবে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে হাফিজ আত্মহত্যা করেছিল বলেই ধারণা করা হচ্ছে। হাফিজের মৃত্যু কি মেডিকেল নেয়ার আগে হয়েছে নাকি পরে হয়েছে জানতে চাইলে তিনি জানান, ঢাকা মেডিকেলে সেদিন উপস্থিত কর্তব্যরত চিকিৎসকের সাথে তদন্ত কমিটির কথা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে হাফিজের মৃত্যু হয়েছে মেডিকেলে নিয়ে যাওয়ার পর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমান গত ১৫ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ২৩ তারিখ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। সম্প্রতি ঘটা এ ঘটনায় জনমানুষের মনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যার পরিপ্রেক্ষিতে তদন্ত করে ভয়াবহ এলএসডি মাদকের সন্ধান পায় পুলিশের গোয়েন্দা বিভাগ।

Link copied!