সৌদি পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২, ২০২২, ০৫:৫৯ পিএম

সৌদি পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

গত ৫ জুন থেকে হজফ্লাইট শুরুর পর গতকাল শুক্রবার পর্যন্ত ৫০ হাজারের  বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

শনিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, শুক্রবার হজযাত্রীরা তিনটি এয়ারলাইন্সের ১৩৯ টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন। এই ১৩৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭ টি, সৌদি এয়ার ৫৩ টি এবং ফ্লাইনাসের ৯টি ফ্লাইট চালিয়েছে। 

সরকারি ব্যবস্থাপনায় যাওয়া পঞ্চম ফ্লাইটের সব হজযাত্রী মদিনার পর্ব শেষে মক্কায় পৌঁছেছেন।

বুলেটিনে আরও বলা হয়, শুক্রবার (১ জুলাই) দিবাগত রাত ২টা পর্যন্ত ৫০ হাজার ১২১৮ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮৩৩ জন।

এদিকে, হজ পালন করতে গিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

Link copied!