স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন হেফাজতের শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২০, ২০২১, ০৭:৫৬ এএম

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন হেফাজতের শীর্ষ নেতারা

দেশব্যাপী হেফাজতে ইসলামের নেতাকর্মীদের তাণ্ডবের পর গ্রেপ্তারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে  বৈঠক করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। হেফাজতের বেশ কয়েকজন শীর্ষ নেতা মন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে হেফাজতের অন্তত ১০ জন শীর্ষ নেতা বৈঠকের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যান। পরে প্রায় ১ ঘণ্টার বৈঠক শেষে রাত সোয়া ১১টার দিকে মন্ত্রীর বাসা থেকে বের হন হেফাজতের নেতারা।

তাদের নেতৃত্বে ছিলেন হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী। তার সঙ্গে খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জী, তার ভাতিজা মাওলানা হাবিবুল্লাহ নিয়াজীসহ আরও বেশ কয়েকজন নেতা বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে বেরিয়ে যাবার সময় হেফাজতে ইসলামের নেতার এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি।  তারা জানান, ‌‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে তা এখনই বলতে পারছি না। এ বিষয়ে আমরা পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তি দেব।’

Link copied!