হেলে পড়া চার ভবন যেকোনো সময় ধসে পড়তে পারে

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২১, ২০২১, ০৪:৩২ পিএম

হেলে পড়া চার ভবন যেকোনো সময় ধসে পড়তে পারে

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের খাল খননের কারণে মহনগরীর সদরঘাট এলাকায় তিনটি ভবন ও সনাতন ধর্মাবলম্বীদের মন্দির হেলে পড়েছে। হেলে পড়া এসব ভবন যেকোনো সময় ধসে পড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। স্থানীয় সূত্র জানায়, ওইসব ভবনে ২০টি পরিবার বসবাস করছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (২০ ডিসেম্বর) ওই এলাকার ফকিরপাড়ায় অবস্থিত স্বপন দাস, মনোরঞ্জন দাস ও মতি দাসের মালিকানাধীন ভবনগুলো রাত ১১টার দিকে হেলে পড়ে। চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. ফারুক হোসেন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

হেলে পড়া একটি ভবনের মালিক আরতি দাস গণমাধ্যমে বলেন, “চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (ডিসডিএ) তাদের ভবন সংলগ্ন গুলজার খাল দুই বছর ধরে খনন করছে। খাল খনন কাজের জন্য একটি ভবনের কিছু অংশ আগে ভেঙে ফেলা হয়েছে। কিন্তু অন্যান্য অংশ ঝুঁকিপূর্ণ ছিল। রাত ১১টার দিকে, আমরা লক্ষ্য করলাম ভবনটি কাঁপছে। আমরা তাৎক্ষণিক ভবন থেকে বেরিয়ে আসি। অন্য ভবনের বাসিন্দারা রাত ১২টা ১০ মিনিট পর্যন্ত অবস্থান করছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি “

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. ফারুক হোসেন গণমাধ্যমে বলেন, “হেলে পড়া ভবনগুলো যেকেনো সময় ধসে পড়তে পারে। স্থানীয় বাসিন্দারা ভবনটি খালি করছেন। ভবনগুলো ঝুঁকিপূর্ণ ছিল। একটি হিন্দুমন্দিরও হেলে পড়েছে।”

তবে এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

Link copied!