১০ মে পর্যন্ত বাড়লো হজযাত্রীদের পাসপোর্ট জমার সময়সীমা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২৩, ০৮:০১ পিএম

১০ মে পর্যন্ত বাড়লো হজযাত্রীদের পাসপোর্ট জমার সময়সীমা

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে আগামী ১০ মে পর্যন্ত। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসার কার্যক্রম শেষ করে ১০ মে’র মধ্যে আশকোনা হজ অফিসে পাসপোর্ট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সৌদি দূতাবাস ৫ মে থেকে হজ ভিসা ইস্যুর কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। তাই 

এছাড়া, হজসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে ‘১৬১৩৬’ নম্বরে। 

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে এ বছর মোট ১ লাখ ২০ হাজার ৪৯১ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন।

প্রথম হজ ফ্লাইট শুরু হবে আগামী ২১ মে। বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে এবারও হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে হবে। সে লক্ষ্যে সারা দেশে ৭৯টি কেন্দ্রে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়া হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

Link copied!