১২ কেজি এলপিজির দাম বাড়ল ৫১ টাকা

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২, ২০২২, ১০:৫৪ পিএম

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৫১ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। আজ বুধবার থেকে ১২ কেজির এলপিজি সিলিন্ডার দাম ৫১ টাকা বেড়ে হয়েছে এক হাজার ২৫১ টাকা। এর আগে ছিল এক হাজার ২০০ টাকা।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে। এর আগের মাসে ১২ কেজিতে ৩৫ টাকা কমেছিল।

এদিন সকালে নভেম্বরের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে নতুন এ দামের ঘোষণা করেছেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বর্তমান মূল্য এক হাজার ২৫১ টাকা। এর আগে অক্টোবর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১২০০ টাকা নির্ধারণ করে বিইআরসি।

Link copied!