১৪৪ ধারা জারির মধ্যেই বিএনপির মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩, ২০২২, ১০:০১ পিএম

১৪৪ ধারা জারির মধ্যেই বিএনপির মিছিল-সমাবেশ

জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মধ্যেই পূর্বনির্ধারিত স্থানের বদলে অন্যত্র ঝটিকা মিছিল ও সমাবেশ করেছে কক্সবাজার জেলা শাখা বিএনপি।

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় ঈদগাঁও ময়দানে অনুষ্ঠিত এ সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মীকে উপস্থিত থাকতে দেখা গেছে।

বিএনপি কক্সবাজার জেলা শাখার সভাপতি ও সাবেক হুইপ শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

প্রায় ৩০ মিনিট স্থায়ী ওই সমাবেশ নজরুল ইসলাম খান বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। অথচ সুচিকিৎসার জন্য সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না।” এসময় তিনি আবারও খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের কাছে আহবান জানান।

তিনি আরও বলের,  “রাতের আঁধারে ভোট কারচুপি ক্ষমতায় আসায় জনগণের প্রতি সরকারের আস্থা নেই। তাই বিএনপির সাংবিধানিক অধিকারও হরণ করছে তারা।”

জেলা বিএনপির সভাপতি শাহজাহান বলেন: সরকার মানুষের সব গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আমাদের পূর্ব নির্ধারিত জনসভাস্থলে যুবলীগের কর্মসূচি দেওয়া তাদের হীন মানসিকতার বহিঃপ্রকাশ।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার কক্সবাজারে মহাসমাবেশের ডাক দেওয়া হয়। এদিকে একই স্থানে যুবলীগও সমাবেশের ডাকায় সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। তবে প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করেই সমাবেশ করলো বিএনপি।

Link copied!