৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৩, ২০২২, ০১:২৩ এএম

৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মুকুন্দপুর হরষপুর মাঝামাঝি স্থানে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার সাড়ে ৭ ঘণ্টা পর তা আবার চালু হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকাল ৬টায় লাইন থেকে ৯৫১ নং তেলবাহী গাড়িটি সরিয়ে আনা হয়।

আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারি ট্রেন ঘটনাস্থলে যায়। দীর্ঘ সাড়ে সাত ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক হলো।

Link copied!