৭০০ রোহিঙ্গার তালিকা পাঠিয়ে মিয়ানমার বিভ্রান্তি তৈরি করছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৩, ২০২২, ০৫:০৯ এএম

৭০০ রোহিঙ্গার তালিকা পাঠিয়ে মিয়ানমার বিভ্রান্তি তৈরি করছে: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর জন্য ৭০০ লোকের তালিকা পাঠিয়েছে মিয়ানমার। এ বিষয়ে আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন,‘তালিকাটা এমনভাবে তৈরি করেছে, যাতে মনে হয় তাদের সদিচ্ছার অভাব আছে। অন্য দুরভিসন্ধি আছে। আমার সহকর্মীরা পরীক্ষা করে দেখেছেন, এতে একটা শুভংকরের ফাঁকি আছে। এরা যাতে না যায়, তার জন্য এই তালিকা দেওয়া হয়েছে। 

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশকে ৭০০ লোকের তালিকা দেওয়া হয়েছে বলে সম্প্রতি মিয়ানমারের গণমাধ্যমে বলা হয়েছে। রাখাইনে অনুকূল পরিবেশ ফিরে না এলেও হঠাৎ কেন মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়, তা নিয়ে নানা মহলে প্রশ্ন রয়েছে। অতীতের মতো হঠাৎ প্রত্যাবাসনের আগ্রহের কথা জানিয়ে সবাইকে বিভ্রান্ত করার জন্য মিয়ানমার তার পুরোনো কৌশল বেছে নিয়েছে বলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকের মত।

মিয়ানমারের দেওয়া তালিকা অনুযায়ী ৭০০ রোহিঙ্গার প্রত্যাবাসন শুরুর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রথমে তারা (মিয়ানমার) বলেছিল ১১ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে। তারপর তারা কমিয়ে কমিয়ে ৭০০ লোকের একটি তালিকা দিয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর ব্যাপক নির্যাতনের ফলে বাংলাদেশের উখিয়া  এবং টেকনাফ অঞ্চলের আশ্রয় নিয়ে আছে প্রায় ১০ লাখ রোহিঙ্গা। নানা সময়ে এদের ফেরত নেওয়ার ব্যাপারে কথা উঠলে কার্যত কোন পদক্ষেপ নিতে কাউকেই দেখা যায়নি। 

Link copied!