৭০৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৫, ২০২২, ০৩:৩১ পিএম

৭০৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে দেশের ৭০৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। তীব্র শীত উপেক্ষা করেই ভোট উৎসবে অংশ নিয়েছেন ভোটাররা।

বুধবার সকাল আটটায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেলে চারটা পর্যন্ত। এবার ৪০ ইউপিতে ভোট হচ্ছে ইভিএমে।

এ ব্যাপারে ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান সারাবাংলাকে বলেন, “আগামীকাল পঞ্চম ধাপে ৭০৮ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এই নির্বাচনে মোট ভোটার রয়েছে ১ কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ জন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ হাজার ৪৫৭ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৭৪, সংরক্ষিত আসনে ৭ হাজার ৯৫০ ও সাধারণ সদস্য পদে ২৫ হাজার ২৩৩ জন।”

ইসি সূত্র জানায়, ইতোমধ্যে নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৫৪ ঘণ্টার জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়া সোমবার মধ্যরাত থেকে এসব নির্বাচনি এলাকায় প্রচারণাও বন্ধ হয়েছে।

Link copied!