‘জীবনের কাছে হার মেনে গেলাম’ লিখে রাবির সাবেক ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১০, ২০২২, ০৭:১৭ এএম

‘জীবনের কাছে হার মেনে গেলাম’ লিখে রাবির সাবেক ছাত্রের আত্মহত্যা

আবারও এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহননের খবর মিলল। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী। শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়িতে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নেন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীর নাম সোহাগ খন্দকার। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০০৮-০৯ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাসা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কয়ানিজপাড়া গ্রামে।

আত্মহত্যার আগে সোহাগ তাঁর ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন: ‘ভালো থাকুক সেসব মানুষ যারা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। যার কাছে অন্যের গুরুত্ব নাই বললেই চলে’, ‘যদি কেউ আমার উপর কষ্ট নিয়ে থাকেন। আল্লাহর দোহাই মাফ করে দিবেন’, ‘জীবনের কাছে হার মেনে গেলাম। আমি আর পারলাম না,’ এবং ‘একটা মানুষ যখন জীবনের কাছে হেরে যায় তখন আর করার কিছু থাকে না। ’

চারুকলা অনুষদেরই নুর আহম্মেদ নামের সাবেক এক শিক্ষার্থী জানান, সোহাগের ফেসবুকের স্ট্যাটাসটি দেখার পর স্থানীয়রা তাঁর বাসায় গিয়ে তাঁকে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে তাঁরা সোহাগের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।

চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ড. হীরা সোবাহান সাংবাদিকদের বলেন, 'বিষয়টি আপনাদের (সাংবাদিকদের) কাছ থেকেই শুনলাম। ঘটনাটি সত্যিই খুব বেদনাদায়ক। আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না।'

সোহাগের শিক্ষক অধ্যাপক সুশান্ত কুমার অধিকারী বলেন,  'সে আমার খুব প্রিয় শিক্ষার্থী ছিল। জানতে পেরেছি পারিবারিক কলহের কারণে ও আত্মহত্যা করেছে।'

Link copied!