‘সোনার বাংলা’ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৭, ২০২২, ১২:৪৭ এএম

‘সোনার বাংলা’ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ নির্মূলের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রবিবার সংবিধান অনুযায়ী সংসদে বছরের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে এ আহ্বান জানান তিনি।

মো. আবদুল হামিদ বলেন, সব ক্ষমতার উৎস জনগণ। জনপ্রতিনিধি হিসেবে জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে।

ভাষণে সরকারি দল ও বিরোধী দলের সব সংসদ সদস্যকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণতন্ত্র, আইনের শাসন এবং উন্নয়নের মতো মৌলিক প্রশ্নে দলমত, শ্রেণি ও পেশা নির্বিশেষে আপামর জনগণকে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই।

তিনি আরও বলেন, সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করে প্রকল্প বাস্তবায়ন শতভাগ নিশ্চিত করতে হবে। সর্বোপরি সরকারি সব কার্যক্রমে জনগণের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে আরও কার্যকর করতে হবে।

ধর্মের নামে কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী যেন দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান রাষ্ট্রপ্রধান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সাহসী ও দূরদর্শী নেতৃত্বে আমরা এখন পর্যন্ত করোনা এবং এর অভিঘাত সফলভাবে মোকাবিলা করছি। তবে ওমিক্রন যাতে সংক্রমণ ছড়াতে না পারে সেজন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ভাষণে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেন।

সূত্র: বাসস

Link copied!