মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুটি বাড়ি ও বেশ কয়েকটি গাড়ির ওপর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২ টার দিকে দুই ইঞ্জিনবিশিষ্ট ‘কেসনা ৩৪০ এ’ নামের ছয় আসনবিশিষ্ট ছোট ওই উড়োজাহাজটি আছড়ে পড়লে দুইজন নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
মার্কিন গণমাধ্যম সিএনএন’র খবরে বলা হয়েছে, ছোট ওই উড়োজাহাজটি অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে আসছিল। ক্যালিফোর্নিয়ার আকাশে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুটি বাড়ি ও বেশ কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে। এ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ফায়ার সার্ভিসের উপপ্রধান জাস্টিন ম্যাটসুচিতা।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সিএনএন’র খবরে আরও বলা হয়, যেখানে উড়োজাহাজটি আছড়ে পড়েছিল, তার সামান্য দূরেই ছিল সান্তানা হাইস্কুল। দূরে থাকায় স্কুলটির শিক্ষার্থীরা বিপদ থেকে বেঁচে গেছে বলেও খবরে বলা হয়।
মার্কিন গণমাধ্যম ফক্স ৫ সান দিয়েগোর প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজ আছড়ে পড়ার ঘটনায় দুটি বাড়ি, একটি ট্রাক ও অগ্নিনির্বাপক গাড়ি পুড়ে গেছে। উড়োজাহাজে কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি। তবে নিহত দুই ব্যক্তি উড়োজাহাজেরই যাত্রী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এদিকে, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস’র (এপি) খবরে বলা হয়, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ায় নিহত দুইজনের মধ্যে একজন ইউনেইটেড পার্সেল সার্ভিস অব আমেরিকার কর্মী বলে কোম্পানিটি নিশ্চিত করেছে। নিহত অন্যজন ছিলেন ডাক্তার সুগাস্তা দাস। তিনি অ্যারিজোনা রাজ্যের যুমা রেজিওনাল মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন বলে হাসপাতালটির চিফ মেডিকেল অফিসার জানিয়েছেন।