জুলাই ১৭, ২০২৫, ১২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
পূর্ব ইরাকের আল-কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ আগুনে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ ও পুলিশের বরাতে রয়টার্স লিখেছে, এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছে।
শহরের এক স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, “আমরা ৫৯ জন ভুক্তভোগীর তালিকা তৈরি করেছি, যাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। আরেক লাশ এতোটাই পুড়েছে যে তার পরিচয় নির্ণয় করা খুবই কঠিন।”
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাতে একটি পাঁচতলা ভবনে আগুন ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।
আইএনএ লিখেছে, আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গভর্নর জানিয়েছেন, তদন্তের প্রাথমিক ফল ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি জানান, একটি হাইপারমার্কেট ও একটি রেস্তোরাঁয় আগুন লেগেছিল। তখন অনেক পরিবার রাতের খাবার খাচ্ছিল ও কেনাকাটা করছিল।
তিনি বলেন, দমকল কর্মীরা বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন এবং আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
“আমরা ভবন ও মল মালিকের বিরুদ্ধে মামলা করেছি।”