এক্সে শেয়ার করা যাবে অ্যাডাল্ট কনটেন্ট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

জুন ৭, ২০২৪, ০৩:২২ পিএম

এক্সে শেয়ার করা যাবে অ্যাডাল্ট কনটেন্ট

সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এখন থেকে অ্যাডাল্ট কনটেন্ট শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। সম্প্রতি অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্কদের কনটেন্ট শেয়ারের অনুমোদন দিয়েছেন এক্সের প্রধান ইলন মাস্ক।

গত ৩ জুন প্ল্যাটফর্মটিতে নতুন নীতিমালা চালু করা হয়। এতে বলা হয়েছে, এক্সে অ্যাডাল্ট কনটেন্ট ও পর্নোগ্রাফিক ভিডিও পোস্টের ক্ষেত্রে এখন থেকে আর নিষেধাজ্ঞা থাকবে না।

এর আগে ব্যবহারকারীরা এক্স হ্যান্ডেলে সাবস্ক্রিপশনের ভিত্তিতে অ্যাডাল্ট কনটেন্ট দেখতে পারতেন। নতুন নীতিমালা অনুযায়ী অ্যাডাল্ট কনটেন্ট দেখতে সাবস্ক্রিপশন করতে হবে না। এমনকি সাবস্ক্রিপশন ছাড়াই অনায়াসে অ্যাডাল্ট কনটেন্ট শেয়ার করতে পারবেন ব্যবহারকারী।

সামাজিক প্ল্যাটফর্মটিতে অ্যাডাল্ট কনটেন্ট দেখার জন্য অ্যাপের মিডিয়া সেটিংসে গিয়ে অপশনটি সিলেক্ট করতে হবে। সেই সময় ব্যবহারকারীর বয়স যাচাই করা হবে। যাদের বয়স ১৮ বছরের কম ও যারা নিজেদের বয়স সংক্রান্ত তথ্য দেননি তারা অ্যাডাল্ট কনটেন্ট দেখতে পারবেন না।

Link copied!