এবার টিকটকের ভিডিও দেখা যাবে ফেসবুক-ইনস্টাগ্রামেও

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২২, ১০:১৩ পিএম

এবার টিকটকের ভিডিও দেখা যাবে ফেসবুক-ইনস্টাগ্রামেও

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহারকারী অনেকেই টিকটক ব্যবহার করেন না। এর ফলে বন্ধুদের তৈরি টিকটক ভিডিও দেখতে পারেন না তাঁরা। সমস্যা সমাধানে টিকটকে থাকা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিনিময়ের সুযোগ চালু করছে টিকটক কর্তৃপক্ষ। তবে সব ভিডিও নয়, কেবল টিকটক স্টোরিজে থাকা ভিডিওগুলো ফেসবুক ও ইনস্টাগ্রামে পাঠানো যাবে। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীকে এ সুবিধা পরখ করার সুযোগও দিয়েছে টিকটক।

টিকটক স্টোরিজে থাকা ভিডিওগুলো মাত্র ১৫ সেকেন্ডের হয়ে থাকে। ২৪ ঘণ্টা পর মুছেও যায় ভিডিওগুলো। নতুন এ সুবিধা চালু হলে স্টোরিজে ভিডিও পোস্ট করলেই সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ভিডিও নির্মাতাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যাবে। এর ফলে বন্ধুতালিকায় থাকা ব্যক্তিদের পাশাপাশি অনুসারীরাও ভিডিওগুলো দেখতে পারবেন।

এই ভিডিও বিনিময়ের জন্য বাড়তি কোনো ঝামেলা পোহাতেও হবে না। স্টোরিজে ভিডিও পোস্ট করার সময় নিজেদের প্রোফাইল ছবিতে ক্লিক করে ‘শেয়ার’ অপশন থেকে ফেসবুক বা ইনস্টাগ্রাম নির্বাচন করতে হবে।

ভিডিওগুলো ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকেও ২৪ ঘণ্টা পর মুছে যাবে কি না, সে বিষয়ে অবশ্য কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র: টেক ক্রাঞ্চ

Link copied!