অক্ষয়ের সিনেমা এবার অস্কারে !

শোবিজ ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৩, ০৬:৫৩ পিএম

অক্ষয়ের সিনেমা এবার অস্কারে !

অস্কারের জন্য অফিসিয়ালি মনোনীত করা হয়েছে মালায়লাম সিনেমা ‘২০১৮’। এছাড়াও অস্কারের চূড়ান্ত বাছাইয়ের জন্য স্বাধীনভাবে অ-ইংরেজি সিনেমা পাঠাতে পারে যে কোনো দেশ। আর সেভাবেই নিজস্ব উদ্যোগে অস্কারে মঞ্চে যেতে চূড়ান্ত বাছাইয়ে যাচ্ছে অক্ষয় কুমারের সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। খবর ইন্ডিয়ান এক্সপেসের। 

গত ৬ অক্টোবর মুক্তি পেয়েছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘মিশন রানিগঞ্জ’। আট দিনে এই সিনেমার আয় মাত্র ২৫ কোটি রুপি। বক্স অফিসে তেমন সাড়া ফেলতে না পারলেও সিনেমার গল্পের জন্য অস্কারে পাঠানোর উদ্যোগ নিয়েছেন নির্মাতারা। সিনেমাটি যদি অস্কারে মঞ্চে যেতে পারে তাহলে এটি হবে অস্কারের যাওয়া অক্ষয়ের প্রথম সিনেমা। 

১৯৮৯ সালের ১১ নভেম্বর, ভারতের রানিগঞ্জের মহাবীর কয়লাখনিতে ঘটা ভয়াবহ দুর্ঘটনায় যশবন্ত সিং গিলের সাহসিকতা ও বীরত্বের গল্প ভারতের মানুষ এখনো ভুলেনি। ইঞ্জিনিয়ার পদে কর্তব্যরত যশবন্ত সিং একা রক্ষা করেছিলেন ৬৫ জন খনিশ্রমিককে। ৩৪ বছরের আগের সেই ঘটনাকেই বড় পর্দায় তুলে ধরেছেন টিনু সুরেশ দেশাই।

এই সিনেমাতে যশবন্তের চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। শিখ যশবন্তের চরিত্রে তাকে বেশ মানিয়েছে বলেও দাবি অনেকের। এই সিনেমার শুটিং মূলত হয়েছে রানিগঞ্জ-আসানসোল-দুর্গাপুর কয়লাঞ্চলে। সিনেমাতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। যশবন্তের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Link copied!