‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা নির্লজ্জ, এখন দেখি ওই চেয়ারই নির্লজ্জদের জন্য’

শোবিজ ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ০৪:০৬ পিএম

‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা নির্লজ্জ, এখন দেখি ওই চেয়ারই নির্লজ্জদের জন্য’

জনপ্রিয় বাংলাদেশি গায়ক আসিফ আকবর, যিনি শুধু সঙ্গীত নয়, দেশের ও বিশ্বের বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করতেও পরিচিত, শনিবার সকালে ফেসবুকে রাজনৈতিক নেতাদের নিয়ে নিজের পর্যবেক্ষণ শেয়ার করেছেন।

একটি সংক্ষিপ্ত পোস্টে আসিফ লিখেছেন, “আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা পদত্যাগ করে না এবং নির্লজ্জ। এখন দেখি চেয়ারটাই নির্লজ্জদের জন্য। তিনি কোনো নাম উল্লেখ করেননি। মন্তব্যে তিনি আরও যোগ করেন, “চেয়ারের ভিতরে বান্দরের শলা থাকে, উপায় নেই।

আসিফ বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। ১৭ বছর পর নিজের ব্যান্ড নিয়ে দুই মাসব্যাপী সফরে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গাইবেন। বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় থাকার পাশাপাশি তিনি পরিবারের সঙ্গে রাজপথে আন্দোলনে অংশ নিয়েছেন। ৫ আগস্ট নতুন সরকার গঠিত হওয়ার পর তিনি সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন এবং তিন মাস পর সরকারের নীতি ও কর্মকাণ্ড নিয়ে সমালোচনা শুরু করার কথা জানিয়েছিলেন।

ফেসবুক পোস্টে আসিফের মন্তব্য বর্তমান রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে তার সক্রিয় মনোভাবের প্রতিফলন। তিনি রাজনৈতিক নেতাদের কৃতকর্ম ও নির্লজ্জ আচরণের বিরুদ্ধে নিজের মত প্রকাশ করেছেন। তবে তিনি মন্তব্য করার কারণ বা প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাননি।

Link copied!