চিরস্মরণীয় ‘আম্মাজানের’ মান্না

শোবিজ ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০২:১৯ এএম

চিরস্মরণীয় ‘আম্মাজানের’ মান্না

আম্মাজান গানে মান্না। ছবি: গান থেকে নেয়া

আম্মাজানের প্রিয় সন্তান মান্না।

সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার যার মঞ্চ নাম মান্না হিসেবেই অধিক পরিচিত।

দর্শকদের হৃদয় জয় করা মান্না জন্মেছিলেন ১৪ এপ্রিল ১৯৬৪। ২০০৮ সালের আজকের এই দিনে সবাইকে কাঁদিয়ে চলে যান বাংলাদেশী চলচ্চিত্র ইতিহাসের প্রতাপশালী এই অভিনেতা ও প্রযোজক। মান্নার চব্বিশ বছরের কর্মজীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত ‘আম্মাজান’ চলচ্চিত্রটি বাংলাদেশের ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। 

তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আম্মাজান চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। 

তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলোর মধ্যে কাসেম মালার প্রেম, দাঙ্গা, লুটতরাজ, তেজী, শান্ত কেন মাস্তান, কষ্ট, বীর সৈনিক, অবুঝ শিশু, সাজঘর, উত্তরের খেপ ও কাবুলিওয়ালা ইত্যাদি অন্যতম।

নায়ক মান্না চলে যাওয়ার ১৬ বছর পূর্ণ | বিনোদন | Naya Shatabdi - বাংলাদেশের  প্রথম ডিজিটাল পত্রিকা

মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। 

মান্নার স্মরণে তার এক অন্ধ ভক্তের কাহিনী নিয়ে মালেক আফসারী পরিচালিত জায়েদ খান ও পরিমনি অভিনীত অন্তর জ্বালা নামের একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়। 

বিএফডিসিতে তাঁর নামে মান্না ডিজিটাল কমপ্লেক্স হিসাবে একটি ভবন নামকরণ করা হয়। ভক্তদের হৃদয়ে অমর হয়ে থাকবেন এই কিংবদন্তি। 

Link copied!