দক্ষিণ কোরিয়ার অভিনেতা ও ইয়াং সু। ছবি : সংগৃহীত
বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া দক্ষিণ কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’-এর অভিনেতা ও ইয়াং সু যৌন হেনস্থার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
২০২২ সালের নভেম্বরে এক নারী ও ইয়াং সুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে মামলা করেন। অভিযোগে বলা হয়, অভিনেতা দুটি আলাদা অনুষ্ঠানে ওই নারীকে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। যদিও শুরু থেকেই ও ইয়াং সু অভিযোগ অস্বীকার করে এসেছেন।
প্রথমে আদালত তাকে দুই বছরের প্রবেশনসহ ৮ মাসের কারাদণ্ড দেন। কিন্তু সম্প্রতি আদালতের আপিল বিভাগ রায় পুনর্বিবেচনা করে সাজা বাড়িয়ে এক বছরের কারাদণ্ড ঘোষণা করেছে।
৮০ বছর বয়সী ও ইয়াং সু রায় ঘোষণার পর জানান, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। এছাড়া তিনি দাবি করেন, অভিযোগকারীর কাছে ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন এবং বিষয়টি আইনি পর্যায়ে না যাওয়ার চেষ্টা করেছিলেন।
প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে দক্ষিণ কোরিয়ার সিনেমা ও টেলিভিশনে নিজের প্রতিভার ছাপ রেখেছেন ও ইয়াং সু। তবে তার এই দীর্ঘ ক্যারিয়ারে এমন বিতর্ক প্রথমবার, যা অনেককেই বিস্মিত করেছে। দণ্ডপ্রাপ্তির পর থেকে তিনি একের পর এক প্রজেক্ট থেকেও বাদ পড়ছেন।