মুক্তির আগে ‘তেরে ইশক মে’–এর অগ্রিম টিকিট বিক্রি ছাড়ালো পৌনে ২ কোটি রুপি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৩:২০ পিএম

মুক্তির আগে ‘তেরে ইশক মে’–এর অগ্রিম টিকিট বিক্রি ছাড়ালো পৌনে ২ কোটি রুপি

ছবি: সংগৃহীত

বছরজুড়ে বলিউডের অন্যতম প্রত্যাশিত সিনেমা হিসেবে ধরা হচ্ছে আনন্দ এল রাইয়ের নতুন ছবি ‘তেরে ইশক মে’। এই সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন দক্ষিণী অভিনেতা ধানুশ এবং বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।

টিজার, ট্রেলার এবং গান প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় মুক্তির চার দিন আগে, সোমবার থেকে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, হিন্দি ও তামিল ভাষার মিলিত বিক্রিতে প্রথম দিনে প্রায় ২২,২০৩টি টিকিট বিক্রি হয়েছে। প্রি-সেলে আয় হয়েছে প্রায় ৫৮ লাখ ৫৮ হাজার রুপি। এছাড়া ব্লক সিটসহ মোট অগ্রিম আয় দাঁড়িয়েছে ১ কোটি ৮৭ লাখ রুপি।

অগ্রিম বিক্রিতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, যেখানে ৮২৬ শো থেকে প্রায় ১৪ লাখ রুপি আয় হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি, ৬৮৬ শো থেকে প্রায় ১০.৮৭ লাখ রুপি আয় হয়েছে।

ট্রেড বিশ্লেষক সুমিত কাদেল জানান, হিন্দি ভার্সন প্রথম দিনে ১২–১৫ কোটি রুপি আয় করতে পারে। তামিল ভার্সনের আয় যুক্ত হলে মোট আয় পৌঁছতে পারে ১৭–২০ কোটি রুপিতে। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া থাকলে, সিনেমাটি প্রথম সপ্তাহান্তেই ৫০ কোটি রুপি আয় করতে সক্ষম হতে পারে।

সিনেমার গল্পের পটভূমি বেনারস, এবং এটি রোমান্টিক ঘরানার। প্রযোজনা করেছে টি-সিরিজ এবং কালার ইয়েলো, গল্প লিখেছেন হিমাংশু শর্মা ও নীরজ যাদব।

Link copied!