ঈদ উপলক্ষে নতুন সাজে নারায়ণগঞ্জের সোনারগাঁও

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২২, ০৪:২৩ এএম

ঈদ উপলক্ষে নতুন সাজে নারায়ণগঞ্জের সোনারগাঁও

মঙ্গলবার (৩মে) পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদের ছুটিতে দর্শনার্থীদের জন্য নারায়ণগঞ্জের দর্শনীয় স্থানগুলোতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত দুই বছর এসব দর্শনীয় স্থানগুলো বন্ধ থাকায় লোকসান হয়েছে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই এবার দর্শনার্থীদের সমাগম বেশি হবে এমনটাই আশা করছেন তারা।

প্রাচীনকাল থেকেই ব্যবসা বাণিজ্যের স্বনামধন্য নারায়ণগঞ্জে দর্শনার্থীদের জন্য আছে সোনারগাঁও উপজেলায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর হিসেবে পরিচিত), হারানো নগরী হিসাবে সুপরিচিত পানাম নগর বা পানাম সিটি, ভারতের আগ্রার তাজমহলের আদলে বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল, মিশরের পিরামিডের প্রতিরূপ, বারদী লোকনাথ আশ্রম, রূপগঞ্জ উপজেলায় জিন্দা পার্ক, মুড়াপাড়া জমিদার বাড়ি, শহরে হাজীগঞ্জ দুর্গ, বন্দর উপজেলার নবীগঞ্জে কদম রসূল দরগাহ, সোনাকান্দা দুর্গ, ফুলের গ্রাম সাবদী ইত্যাদি।

সরেজমিনে সোনারগাঁও উপজেলার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও পানাম নগর গিয়ে দেখা যায়, ঈদ উপলক্ষে দর্শনার্থীদের জন্য  পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দর্শনার্থীদের জন্য খোলা হবে ফাউন্ডেশন ও পানাম নগরীর ফটক।

Link copied!