ডিবি কার্যালয়ে ঢালিউড অভিনেতা শাকিব খান

বিনোদন প্রতিবেদক

মার্চ ১৯, ২০২৩, ১০:৩২ পিএম

ডিবি কার্যালয়ে ঢালিউড অভিনেতা শাকিব খান

অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ’র বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। রবিবার দুপুরের দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান তিনি।

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি সূত্র বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন। ডিবির ওই সূত্র জানায়, শাকিব খান রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছিলেন। ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শাকিব খান আলোচনা করছেন বলেও ওই সূত্র জানায়।

প্রসঙ্গত, বুধবার (১৫ মার্চ) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ।

অস্ট্রেলিয়ায় নির্মিতব্য সিনেমায় অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতিসাধন, চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করতে অথবা লগ্নিকৃত অর্থ ফিরিয়ে দিতে রাজি না হওয়ায় নিরুপায় হয়ে ওই অভিযোগ করেছেন বলে অভিযোগপত্রে  উল্লেখ করেন সিনেমাটির প্রযোজক।

গতকাল শনিবার রাতে শাকিব খান ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতে গুলশান থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেয় পুলিশ। এসময় প্রায় দেড় ঘণ্টা থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন শাকিব খান।

Link copied!