রাতে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ছিল। টস হয়েছিল। অস্ট্রেলিয়া ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা প্রথম ওয়ানডে জিতে এগিয়ে গিয়েছিল। এই সময় জানা যায় ওয়েস্ট ইন্ডিজ দলের এক কর্মী কোভিড পজিটিভ। এটা জানার পর সবাইকে হোটেলে পাঠানো হয় আর ম্যাচ স্থগিত হয়। ২৫ জুলাই তৃতীয় ম্যাচ রয়েছে। সেটা আর হবে কিনা এখন সংশয় রয়েছে।
আগামী ২৯ জুলাই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তার আগে বড় ধাক্কা খেল দলটি। বাংলাদেশ সফরে তারা ৫টি টি-টোয়েন্টি খেলবে। কড়া নিরাপত্তা নিয়ে আসবে অস্ট্রেলিয়ানরা।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ পরে এক বিবৃতিতে ম্যাচ স্থগিতের খবর নিশ্চিত করে, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড় নন এমন একজন কোভিড–১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে স্থগিত করা হয়েছে। কেনসিংটন ওভালে টস হয়ে যাওয়ার পর এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। কোভিড–১৯ এর বিধি মেনে দুই দলের সবাইকে ও ম্যাচ অফিশিয়ালদের হোটেলে পাঠানো হয়েছে। সেখানে আজই তাঁদের আবারও করোনা পরীক্ষা করানো হবে। পিসিআর টেস্টের ফল না পাওয়া পর্যন্ত সবাইকে যার যার কক্ষে আইসোলেশনে থাকতে হবে। পরীক্ষার ফল পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে এই ম্যাচ পরে আবারও আয়োজন করা হবে কি না সেটি।’