সেপ্টেম্বর ১, ২০২২, ০৯:০৬ পিএম
২০২০ সালের পর আর জাতীয় দলের জার্সিতে ক্রিকেট মাঠে দেখা যায়নি টাইগার প্রেসার আল আমিন হোসেনকে। দারুন সম্ভাবনা নিয়ে জাতীয় দলে ডাক পেলেও সিকি ভাগ প্রত্যাশাও পূরণ করতে পারেননি বলে ক্রিকেট বোদ্ধাদের অভিযোগ। তবে শৃঙ্খলা ভঙ্গসহ ‘বিতর্কিত কর্মকাণ্ডে’ একাধিকবার সংবাদ শিরোনাম হয়েছেন এই ক্রিকেটার। এবারও আলোচনা-সমালোচনায় উঠে এসেছেন স্ত্রীকে ‘মারধর’ করে সন্তানসহ বের করে দেওয়ার অভিযোগে।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুর থানায় ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে ‘পেটানোর’ অভিযোগ করেছেন তার স্ত্রী ইসরাত জাহান।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহান একটি লিখিত অভিযোগ করেছেন। এবিষয়ে আমরা যাচাই-বাছাই ও তদন্ত করছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এটি আমরা মামলা আকারে নথিভুক্ত করব।”
থানা থেকে বেরিয়ে আল আমিনের স্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, “এর আগেও একবার জিডি (সাধারণ ডায়েরি) করেছি। আজকে ঘর থেকে বের করে দিছে। দুই সন্তানকে নিয়ে কোথায় যাব। তাই থানায় এসেছি।”
স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে ইসরাত জাহান বলেন, “ও একটা মেয়ের সঙ্গে থাকে। তাই বাসা থেকে বের করে দিছে।”
ইসরাত জাহান আরও বলেন, “বেশ কয়েক দিন ধরে পারিবারিক কলহ চলছিল। গত ২৫ আগস্ট আমাকে সে মারধর করে। একপর্যায়ে আমি ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাই। পুলিশ এসে আমাকে উদ্ধার করে।”
এদিকে, ক্রিকেটার আল আমিন বিষয়টিকে ‘সাধারণ ভুল বোঝাবুঝি’ বলছেন। একটি গণমাধ্যমকে এই ক্রিকেটার বলেন, “তেমন কিছু না। স্ত্রীর সঙ্গে আমার সামান্য ঝামেলা হয়েছিল। নিজেরাই সেটি মিটমাট করে ফেলেছি। সে মিডিয়ার সামনে এসে আবার কথা বলবে।”
নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত ক্রিকেটার আল আমিন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৫ বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। ওই ঘটনার পর থমকে গেছে জাতীয় দলে তার ক্যারিয়ার। ২০১৫ বিশ্বকাপের সময় রাতে টিম ম্যানেজমেন্টের কোনো অনুমতি না নিয়ে হোটেলের বাইরে গিয়েছিলেন আল আমিন। ওইসময় টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের অভিযোগের ভিত্তিতে তাকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়। বিশ্বকাপে খেলার সুযাগ হারান তিনি।
২০১৬ সালের বিপিএল চলাকালে আবারও নিয়ম ভাঙেন। হোটেল রুমে নারী অতিথি নেওয়ার অভিযোগে বিপিএল গভর্নিং কমিটি তাকে আর্থিক জরিমানা করে।
বিপিএল কেলেঙ্কারির ৩ বছর পর ভারত সফরে জাতীয় দলে ডাক পান আল আমিন। ৬টি টি-টুয়েন্টি, একটি করে ওয়ানডে ও টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে করোনার সংক্রমণ পরিস্থিতিতে ওই সফর বাতিল হয়ে যায়। এবার স্ত্রীর করা অভিযোগ সত্য প্রমাণিত হলে আল আমিনের জাতীয় দলে ফেরা আর নাও হতে পারে-এমনটাই মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।