বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের উদ্যোগে ও ব্যবস্থাপনায়এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী শরীরগঠন প্রতিযোগিতা শেষ হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত মেয়েদের ইভেন্টে জিম জোনের আফিয়া জান্নাতুল আনিকা, পুরুষদের ফিজিক ১৬৬ সে.মি. উচ্চতায় খিলগাঁও চেরিড্রপসের আনোয়ার মোল্লা, ১৭০ সে. মি. উচ্চতায় জিম জোনের রিমন দেওয়ান, উর্ধ্ব ১৭০ সে. মি. উচ্চতায় ইয়ুথ ফিটনেস জোনের হাসিবুল হাসান শান্ত, পুরুষ বডিবিল্ডিংয়ে ৬০ কেজি ওজন শ্রেণীতে ফিটনেস কেয়ার জিমের মো. সোহেল, ৭০ কেজিতে ইয়ুথ ফিটনেস জোনের খায়রুল আনাম, ৮০ কেজিতে ঢাকা জিমের রঞ্জিত চন্দ্র সরকার এবং উর্ধ্ব ৮০ কেজিতে টঙ্গী ফিটনেস ওয়ানের রাকিবুল ইসলাম স্বর্ণপদক জেতেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম, মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম ও ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন।