টি-টেন খেলতে পেরে রোমাঞ্চিত মুশফিক

স্পোর্টস ডেস্ক

জুলাই ২৪, ২০২৩, ০৮:২৯ পিএম

টি-টেন খেলতে পেরে রোমাঞ্চিত মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেটে ৮৬টি টেস্ট, ২৫১টি ওয়ানডে এবং ১০২টি টি-টোয়েন্টিসহ ক্যারিয়ারে ২৫৪টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এর আগে কখনোই টি-টেন লিগে খেলা হয়নি মুশফিকুর রহিমের। এবার জিম আফ্রো টি–টেনে জো‍‍`বার্গ বাফেলোসের হয়ে খেলাটা তাই আলাদাভাবেই উপভোগ করছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।

চলতি জিম আফ্রো টি–টেন লিগে দারুণ পারফরম্যান্স করছেন মুশফিক। প্রথম ম্যাচে বুলাওয়ে ব্রেভসের বিপক্ষে মাত্র ২৩ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। ইনিংসে ছিল আটটি চারের মার। এটিই এই সংস্করণে তার সেরা ইনিংস।

টি-টেন খেলার অভিজ্ঞতা জানিয়ে ক্রিকফ্রেঞ্জিকে মুশফিক বলেন, ‍‍`সত্যি বলতে টি টেনে খেলতে এসে আমি খুবই রোমাঞ্চিত, কারণ এটাই আমার প্রথমবার (এখানে আসা)। এখন অবধি সবকিছু ঠিকঠাকই চলছে, আশাকরি সামনের ম্যাচগুলোতে আমি আরও বেশি অবদান রাখতে পারব।‍‍`

‍‍`হ্যাঁ, আসলেই এটা (টি-টেন) অনেক দ্রুতগতির খেলা, এখানে প্রচুর বাউন্ডারি হাঁকাতে হয়। এ ছাড়া আমার মনে হয় এই খেলায় কম ডট বল খেলাটাও খুবই গুরুত্বপূর্ণ। তবে সবকিছুই উইকেটের ওপর নির্ভর করে, উইকেট যত ভালো হবে স্কোর তত বেশি হবে।‍‍`

নিজের খেলা দ্বিতীয় ম্যাচে ডারবান কালান্দার্সের বিপক্ষে দল হারলেও ১২ বলে ১৯ রানের ক্যামিও খেলেন মুশফিক। আজমতউল্লাহ ওমর জাইয়ের বলে বোল্ড হওয়ার আগে দুটি চার এবং একটি ছক্কা হাঁকান মুশফিক।

এরপরের ম্যাচেও হারে মুশফিকের বাফেলোস। এই ম্যাচে ১৩ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন মুশফিক। এই ইনিংসে দুটি চারও হাঁকিয়েছেন এই উইকেটরক্ষক।

Link copied!