পাকিস্তান প্রিমিয়ার লিগ থেকে নিষিদ্ধ ফকনার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২২, ১২:০৩ এএম

পাকিস্তান প্রিমিয়ার লিগ থেকে নিষিদ্ধ ফকনার

চলতি পাকিস্তান সুপার লিগের মাঝপথেই চুক্তিজনিত বিবাদের জেরে টুর্নামেন্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার। এ মরশুমে কোয়েট্টা গ্ল্যাডিয়েটার্সের হয়ে খেলা ফকনারের দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁর চুক্তিকে সম্মান জানায়নি।

নিজের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে ক্ষোভ ব্যক্ত করে ফকনার লেখেন, ‘আমি পাকিস্তানের সকল সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। তবে পিসিবির আমার চুক্তিকে সম্মান না জানানোয় আমি পিএসএলের শেষ দুই ম্যাচ থেকে নাম তুলে নিতে বাধ্য হয়েছি এবং টুর্নামেন্টে আর খেলব না। এমন মাঝপথে ছেড়ে যেতে খারাপ লাগছে, কারণ আমি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনায় মদত করতে চেয়েছিলাম, কারণ এখানে প্রতিভার অভাব নেই এবং সমর্থকরাও দারুণ। তবে পিসিবি এবং পিএসএল আমার সঙ্গে নক্কারজনক ব্যবহার করেছে। আশা করছি সকলে আমার অবস্থানটা বুঝবেন।’

এই ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড ফকনারকে পিএসএল থেকে নিষিদ্ধ করে। আর কখনো তিনি পাকিস্তানে প্রিমিয়ার লিগ খেলতে পারবেন না। 

ফকনার এই মরশুমে কোয়েট্টার হয়ে ছয় ম্যাচ খেলে ছয় উইকেট নেওয়ার পাশাপাশি ৪৯ রানও করেছেন। তবে শেষ তিন ম্যাচে তিনি খেলেননি। সাধারণত পিসিবি টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের চুক্তি অনুযায়ী অর্থ মিটিয়ে দেয় এবং তারপর ফ্রাঞ্চাইজির থেকে তা উসুল করে। সেই কারণেই মূলত কোয়েট্টা নয়, বরং পাকিস্তান বোর্ডের ওপর ক্ষেপে রয়েছেন ফকনার। তাঁর চুক্তির অর্থের বিষয়ে পিসিবির সঙ্গে শেষ কয়েকদিন আলোচনায়ও চালাচ্ছিলেন ফকনার। তবে সময় অতিবাহিত হলেও, কোনো সমাধান না মেলায়, আরও ক্ষুব্ধ হন ফকনার। 

Link copied!