বাংলাদেশের দলে ফিরলেন রুবেল

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১০, ২০২১, ০১:১২ এএম

বাংলাদেশের দলে ফিরলেন রুবেল

লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ফিরে আসছেন দেশে। কিন্তু পেসার রুবেল হোসেনকে স্ট্যান্ডবাই হিসেবে দলে নেওয়া হয়েছে। তাসকিন ও সাইফউদ্দিনের হালকা চোট রয়েছে। সেজন্য রুবেল ব্যাকআপ হিসেবে থাকবেন। 

বাংলাদেশ দলের কেউ চোট পেলেই কেবল রুবেল সুযোগ পাবেন। গতকাল বাংলাদেশ দলের অনুশীলন ছিল না। সবাই ফুরফুরে মেজাজে সময় কাটিয়েছেন। 

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল :

মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, নাসুম আহমেদ।

 

Link copied!