সদ্য সেনেগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। কোয়ার্টারে মুখোমুখি হতে হবে ফ্রান্সের। কিন্তু এই ম্যাচে নামার আগেই চূড়ান্ত অস্বস্তিতে ইংরেজ শিবির। ফুটবল অ্যাসোসিয়েশন জানাচ্ছে, বিশ্বকাপের মাঝপথেই কাতার ছাড়তে বাধ্য হয়েছেন ইংলিশ তারকা রহিম স্টার্লিং। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, তাঁর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
স্টার্লিংয়ের লন্ডনের বাড়িতে ডাকাতি হয়েছে শনিবার সন্ধ্যায়। ৩ লাখ পাউন্ডের (বাংলাদেশি ৩ কোটি ৮০ লাখ টাকা) ঘড়ি চুরি হয়েছে ইংলিশ এই স্ট্রাইকারের বাড়ি থেকে। ডাকাতির সময়ে বাড়িতে ছিলেন স্টার্লিংয়ের মা এবং সন্তান। একারণে কাতার ছেড়ে লন্ডনে চলে গেছেন এই ইংলিশ তারকা। খেলতে পারেননি গতকাল সেনেগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে।
সেনেগালের বিরুদ্ধে জয়ের পর ইংল্যান্ড দলের তরফে ম্যানেজার সাউথগেট সর্বপ্রথম খবরটি জনসমক্ষে আনেন। তাঁর কথায়, “কিছু কিছু ক্ষেত্রে ফুটবল-ই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকে না। পরিবার ফুটবলের আগে প্রাধান্য পায়। এই পরিস্থিতিতে স্টার্লিংয়ের নিজের পরিবারের পাশে থাকা সর্বাগ্রে জরুরি। সে কারণেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।”