মে ২৫, ২০২৩, ০৫:১৫ পিএম
রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফিওরেন্টিনো পেরেজ ভিনিসিয়াসকে পাশে নিয়ে বসলেন। সাধারণ তার পাশে ফুটবলাররা সান্তিয়াগো বার্নাব্যুতে এমন সুযোগ পায় না। বর্ণবাদের শিকার ভিনি। তাই রায়ো ভায়েকানোর ভিনির প্রতি সহমর্মিতা দেখিয়েছে ফুটবল বিশ্ব।
রিয়াল ম্যাচটি জিতেছে ২-১ গোলে। লিগ বার্সেলোনা পেয়েছে। তাই এখন শুধু নিয়মরক্ষার ম্যাচ। ভিনি এ রাতে পুরো গ্যালারির সমর্থন পেয়েছেন।
গত রবিবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে ১–০ গোলে হারে রিয়াল। সেই ম্যাচে লাল কার্ড দেখেন ভিনি। কিন্তু লাল কার্ড দেখার আগে বর্ণবিদ্বেষের শিকার হন ব্রাজিলিয়ান ফুটবলার। গ্যালারি থেকে তাঁকে `বাঁদর` বলে কটুক্তি করা হয়। মাঠেই ভিনিসিয়াস এর তীব্র প্রতিবাদ জানিয়ে গ্যালারির কোন জায়গা থেকে কটুক্তি এসেছে, সেটা দেখিয়ে দেন। আর এরপরেই উত্তাল হয়ে উঠেছে ফুটবল দুনিয়া।
এর আগে ভ্যালেন্সিয়া বিরুদ্ধে লা লিগার ম্যাচে বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হয়েছিলেন ভিনিসিয়াস। পুরো ফুটবল বিশ্ব ভিনির পাশে দাঁড়িয়েছে।
লা লিগা যারা পরিচালনা করেন তারা দুঃখ প্রকাশ করেছেন। আর ভিনির পাশে থাকবেন জানিয়েছেন।