নরউইচের সঙ্গে ২-২ গোলে সমতায় ম্যানচেস্টার ইউনাইটেড। ডি-বক্স থেকে কিছুটা দূরত্বে ফ্রিকিক পায় তারা। ফ্রিকিক নিতে চিরচেনা ভঙ্গিতে দাঁড়িয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। দৌড়ে এসে সজোরে বলে লাথি দিয়ে পাঠিয়ে দিলেন জালের দিকে, নরউইচ গোলরক্ষক লাফিয়ে উঠে হাত ছোঁয়ালেও বল শুধু জালের দিকেই ঠেলে দিতে পেরেছিলেন। এতেই হ্যাটট্রিক পূর্ণ ক্রিস্টিয়ানো রোনালদোর। আর ম্যানচেস্টার ইউনাইটেডও ঘরের মাঠে নিশ্চিত করে ৩-২ ব্যবধানের জয়।
আর এই জয়ে স্বস্তি ফিরেছে। ম্যানচেস্টার ইউনাইটেড এখন শেষ চারে থেকে মৌসুম শেষ করার স্বপ্ন দেখছে। ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ৫ নম্বর দল এখন ইউনাইটেড। মৌসুমের আর ৬টি খেলা রয়েছে বাকি।
রোনালদো ক্যারিয়ারে ৬০তম হ্যাটট্রিক করলেন। ক্লাবের হয়ে অবশ্য ৫০তম। আর ক্যারিয়ারে গোল সংখ্যা রেকর্ড সর্বোচ্চ ৮১০টি।