আফগানিস্তান ফুটবল দল ঢাকায়

স্পোর্টস ডেস্ক

আগস্ট ২৭, ২০২৩, ০৮:১২ পিএম

আফগানিস্তান ফুটবল দল ঢাকায়

ফিফা দুটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসে বিশ্রামে আফগানিস্তান জাতীয় ফুটবল দল। আগের দিন রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে মধ্যপ্রাচ্যের দলটি। 

তাই তাদের বিশ্রামের জন্য রোববার কোন অনুশীলন ছিল না। আজ থেকে অনুশীলন করবে। অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের প্রস্তুতি হিসাবে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। ৪ এবং ৭ সেপ্টেম্বর কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। 

আফগানদের এই দলটিতে বেশ কিছু ফুটবলার রয়েছেন, যারা দেশের বাইরে লিগ খেলে থাকে। দলটির কোচ কুয়েতের আবদুল্লাহ আল মুতাইরি। এ ম্যাচ দুটির জন্য জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে ২০ আগস্ট। কাল ক্যাম্পে যোগ দিয়েছেন আবাহনীর ফুটবলাররা। অন্যদিকে আর্জেন্টাইন ক্লাব সোল দা মায়োর সঙ্গে থাকা অধিনায়ক জামাল ৩০ আগস্ট ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।

Link copied!