এশিয়া কাপে ভারত ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক

সব কাজ আমার একার না : সাকিব

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১১:৩০ পিএম

সব কাজ আমার একার না : সাকিব

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারত এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচ খেলবে। ভারত ফাইনালে চলে গেছে। আর বাংলাদেশের বিদায়। এ ম্যাচের আগে বৃহস্পতিবার সাকিব আল হাসান কলম্বোয় কথা বলেছেন। সেটাই দ্য রিপোর্টের পাঠকের জন্য পুরো তুলে ধরা হলো-

ভারত ম্যাচ কেমন হবে

এটা তো খেলার পরে বলতে পারব। খেলার আগে কিভাবে বলব সহজ হবে না কঠিন হবে। আমরা যাবো যতটা সম্ভব ভালো খেলা যায় জেতার জন্য, বাকিট আসলে খেলার পরে আপনারাই প্রশ্নের উত্তর দিতে পারবেন।

জেতার চেষ্টা

আপনি নামলে কি করতেন নামার আগে? আমরাও সেটাই করব (জয়ের জন্য)। 

কন্ডিশন

এটা পিচ দেখার পরে বলতে পারব। ওয়েদার কন্ডিশন দেখার পরে বলতে পারব। পারে আবার নাও পরে। আমি জানি না।

হতাশা আছে কিনা

হ্যাঁ, ব্যাটিং করতে পারিনি সেটি তো অবশ্যই হতাশা। যে ধরনের আমাদের ইচ্ছে ছিল, সে ধরনের করতে পারিনি। কিন্তু পরের সিরিজে হয়তো কামব্যাক করতে পারবে সবাই।

কোথায় গলদ

এগুলো আসলে মিডিয়াতে বলার বিষয় না– কোন জায়গা নিয়ে আমি সন্তুষ্ট, কোন জায়গা নিয়ে আমি সন্তুষ্ট না। এগুলো আসলে আমাদের টিম ম্যানেজমেন্টের আলোচনা করার বিষয় এবং ওখান থেকে সমাধান বের করার বিষয়।

কি চান 

না চাওয়া পাওয়ার আছে অবশ্যই। যদি আমরা শেষ ম্যাচ জিতে দেশে যেতে পারি সেটা আমাদের জন্য ভালো দিক হবে। না এই ম্যাচ থেকে অন্য কিছু চাই না, এই ম্যাচ থেকে শুধু জিততেই চাই।

দলের ভেতরের ব্যাপার 

কে আলোচনা করেছে আপনার সঙ্গে? শোনা কথা বলবেন না। কনক্রিট নিউজ থাকলে সেটা বলবেন।

অভিজ্ঞতা 

যারা জাতীয় দলে খেলে, ক্যাপাবল বলেই খেলে। এখানে অভিজ্ঞতা, অভিজ্ঞতা নেই, নতুন পুরাতন এগুলো নিয়ে আসলে চিন্তা করে না। দল হিসেবে খেলতে পারলে আমাদের জন্যই ভালো। ওই যে আবারও বললাম, এখানে ইয়াংস্টার বলতে কিছু নেই।

তাহলে

সব সময় ভালো করবে এটাও না, খারাপ করবে সেটাও না। যারা ভালো করেছে অবশ্য তাদের জন্য ভালো। যারা ভালো করতে পারেনি তাদের জন্য পরবর্তীতে আবার সুযোগ আসবে, তখন তারা যেন সেটা আবার করতে পারে।

এটা কোচ বলতে পারবে, কি জন্য বসছে, কি বলছে। না আমার সঙ্গে এ বিষয়ে কথা হয়নি। পুরো ভারত টিমই আমাদের জন্য বড় থ্রেট।

দল নির্বাচন

আমি এখানে শুধু ভারত নিয়ে কথা বলছি, অন্য কিছু না (নির্বাচন ইস্যুতে)।

পরিস্থিতি

আসলে পিচের ওপর সবকিছু নির্ভর করছে। যদি ভালো উইকেট হয় তাহলে তেমন কিছু নাও হতে পারে। আবার স্পিনিং উইকেট হলে হতেও পারে। আমাদের মুক্ত চিন্তা নিয়ে যেতে হবে। খেলা শুরুর পরে আসলে ভালোভাবে বোঝা যাবে। এর আগে শুধু ধারণাই করা যাবে। আসলে কম্বিনেশনে স্পিন থাকবে। শেষ ৩-৪ ম্যাচে স্পিনাররা সুযোগ পাচ্ছে।

প্রস্তুতি

আরও ৬টি ম্যাচ বাকি আছে। সেখানে আমরা দেখতে পারব আমরা কোথায় আছে। এশিয়া কাপও বেশ গুরুত্বপূর্ণ। এখানে শেষ ম্যাচে ভারতের সাথে জিততে পারলেও তা আমাদের সাহায্য করবে। ওরা অবদান রাখতে পারছে, ওরাও জানে এবং ওরা এটা করা চেষ্টা করছে (টেলএন্ডার–লোয়ার অর্ডার)।

দায়িত্ববোধ

একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না। সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আলাদা কাজগুলো একসঙ্গে যোগ করতে করলে, তখন হয়তো আমরা ভালো করব। সবাই চেষ্টা করবে আমি জানি, তার জায়গা থেকে একটুও কম কাজ করবে না, যাতে যে বিশ্বকাপ ভালো করতে না পারে। আমি আশাবাদী আমাদের দল ভালো করবে।

Link copied!