মেসির কান্না মুছে মার্টিনেজের গোল

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৫, ২০২৪, ০৪:১৪ এএম

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

কোপা আমেরিকা ফাইনালে জয়সূচক গোলের পর মার্টিনেজ। ছবি: এক্স

কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। গতবারও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। লিওনেল মেসি ৬৫ মিনিটে মাঠ ছেড়ে যান গোড়ালির চোটে। 

৯০ মিনিটে গোলশূন্য ছিল ম্যাচ। লাওতারো মার্টিনেজ বেঞ্চ থেকে গিয়ে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জেতান। এটা তার পঞ্চম গোল এ আসরে।

মেসির গোড়ালি ফুলে গেছে। তবে শিরোপা জয়ের আনন্দে ব্যথা ভুলে গেছেন। অ্যাঞ্জেল ডি মারিয়াও অবসরে গেলেন কোপা আমেরিকা জিতে। তিনিও দুটি কোপা ও একটি বিশ্বকাপ নিয়ে হাসি মুখে অবসরে গেলেন।  

লিওনেল মেসি এখন ‍দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপের মালিক। 

এই ফাইনাল ১ ঘন্টা ১৫ মিনিট দেরিতে শুরু হয়। কিছু সাপোর্টার বিনা টিকেটে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন। ফলে সময় মতো খেলা শুরু করা যায়নি। 

বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও খেলা ৭টা ২২ মিনিটে শুরু হয়।  

 

Link copied!