চন্দ্রযানের সফল অবতরণ দেখে উচ্ছ্বাসে ভাসলেন বুমরাহরা, অভিনন্দন জানালেন কোহলি-রোহিত

স্পোর্টস ডেস্ক

আগস্ট ২৪, ২০২৩, ০৫:২২ এএম

চন্দ্রযানের সফল অবতরণ দেখে উচ্ছ্বাসে ভাসলেন বুমরাহরা, অভিনন্দন জানালেন কোহলি-রোহিত

বিশ্বে এই প্রথমবারের মতো চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরু (কুমেরু) জয় করলো ভারত। বুধবার (২৩ আগস্ট) ভারতের স্থানীয় সময় ৬টায় দেশটির চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম অবতরণ করে চাঁদের মাটিতে।

চাঁদের দক্ষিণ মেরু এখনও অনাবিষ্কৃত। পৃথিবীর আর কোনো দেশ সেখানে পৌঁছাতে পারেনি। সেখানেই পৌঁছে গিয়েছে ভারত। আর আয়ারল্যান্ডে বসে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন জসপ্রীত বুমরাহরা। এমন কি বিরাট কোহলি, রোহিত শর্মারাও চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করায় উচ্ছ্বসিত।

বিসিসিআই একটি ভিডিও শেয়ার করেছে। সেই ভিডিওতে দেখা যায়, ক্যাপ্টেন জাসপ্রীত বুমরাহের নেতৃত্বে ক্রিকেটাররা একটি স্ক্রিনের সামনে আঠার মতো আটকে রয়েছেন। রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমাররা খুব আগ্রহ নিয়ে মনোযোগ সহকারে ইভেন্টটি দেখছিলেন এবং চন্দ্রযান-৩ নিরাপদে অবতরণ করার সঙ্গে সঙ্গে তাঁরা উল্লাসে ফেটে পড়েন। প্রত্যেকের চোখেমুখেই গর্বের ছোঁয়া ছিল।

Link copied!