ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪

স্কটল্যান্ডকে হারিয়ে জার্মানির শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক

জুন ১৫, ২০২৪, ০৩:০৬ এএম

স্কটল্যান্ডকে হারিয়ে জার্মানির শুভ সূচনা

মিউনিখে জয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করেছে জার্মানি। স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। স্বাগতিকরা বড় জয় পেল বটে। 

সুন্দর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে জার্মানির শহর মিউনিখে। এরপর খেলা শুরু হয়। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে তারা।

ফ্লোরিয়ান উইটজ, জামাল মুসিয়ালা ও কাই হাভার্টজ গোল করেন। পরের অর্ধে যোগ করেন নিকলাস ও এমরি কেন। জার্মানির অ্যান্তোনিও রুডিগার আত্মঘাতি গোল করেন ৮৭ মিনিটে। তাই একটি গোল স্কটল্যান্ড পেয়েছে।

জার্মানির গ্রুপে রয়েছে সুইজারল্যান্ড ও হাঙ্গেরি। 

Link copied!