ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী

‘বিশ্বকাপে বাংলাদেশের সম্মানটা যেন থাকে’

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১, ২০২৩, ০৬:৩০ এএম

‘বিশ্বকাপে বাংলাদেশের সম্মানটা যেন থাকে’

বাংলাদেশ ক্রিকেট দল এখন ভারতে। একটি প্রস্তুতি ম্যাচ খেলে তারা জয়ও পেয়েছে। এ বিশ্বকাপে ৯টি ম্যাচ গতবারের মত। সেজন্য আশায় আছে বাংলাদেশের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বার্তা দিয়েছেন সাকিব আল হাসানদের। 

ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবসময় আশা করি যে, বিশ্বকাপে আমরা ভালো খেলা দেখাতে পারব। আমি তাদের বলব যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে- সেটাই আমি চাই। আমার সঙ্গে সবসময় তাদের যোগাযোগ থাকে। ’

‘আসার আগেও ওদের সঙ্গে কথা বললাম, প্লেয়ারদের সঙ্গে…যারা আয়োজক তাদের সঙ্গেও কথা বলি। আমি সবসময় খেয়াল রাখি, খেলাধুলায় যাতে সবসময় আমাদের ছেলে-মেয়েরা ভালো করে, সেদিকে আমার দৃষ্টি থাকে। ’

বাংলাদেশের ভালো ফলের প্রতি আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ‘বিশ্বকাপে আমরা যে সুযোগ পেয়েছি, এটা সবচেয়ে ভালো দিক। ভালোভাবে খেলতে পারলে, ভালো রেজাল্ট করতেও পারবে। আমি আশাবাদী সবসময়। ’

Link copied!