পাপুয়া নিউগিনির বিপক্ষে রেকর্ড

লোকি ফার্গুসনের চার ওভারই মেডেন!

স্পোর্টস ডেস্ক

জুন ১৭, ২০২৪, ১১:৪০ পিএম

লোকি ফার্গুসনের চার ওভারই মেডেন!

টি টোয়েন্টি ক্রিকেটে একজন বোলার চার ওভারের বেশি বল করতে পারেন না। লোকি ফার্গুসন টি টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ ওভার বল করেছেন। ২৪টি বলে একটি রানও দেননি। ৪ ওভারই মেডেনে। আরও উল্টো ৩ উইকেট নিয়েছেন এই নিউজিল্যান্ডের ডান-হাতি পেসার।

নিউজিল্যান্ড এ বিশ্বকাপে সুপার এইটে যেতে পারেনি। নিয়মরক্ষার ম্যাচ খেলেছে পাপুয়া নিউগিনির সঙ্গে। আর সেখানে এমন বজ্রকঠিন বোলিং করলেন তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপে ফার্গুসনই প্রথম বোলার যিনি ৪ ওভারের প্রতিটি মেডেন নিলেন। 

পাপুয়া নিউগিনিকে ৭৮ রানে অলআউট করে নিউজিল্যান্ড। 

Link copied!