বাংলাদেশকে ১১৬ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। সুপার এইটের শেষ ম্যাচ। আফগানিস্তান জিতে গেলে বিদায় নেবে অস্ট্রেলিয়া। ২০ ওভার শেষ হতেই বৃষ্টি বাগড়া দিয়েছে।
এই টার্গেট ১২.১ ওভারে জিততে হবে বাংলাদেশকে আপাতত বৃষ্টি থেমে গেলে। আর ওভার কমে গেলে পরিবর্তন হবে টার্গেট।
সৌম্য সরকার এই ম্যাচে একাদশে আসেন। জাকের আলী অনিক বাদ পড়েন। আফগানিস্তান সুপার এইটে ২ পয়েন্ট পেয়েছে। বাংলাদেশের কোনো পয়েন্ট নেই। তবে অস্ট্রেলিয়ার পয়েন্টও ২।
এখন ৭৩ বলে জিততে হবে ম্যাচ। আফগানিস্তানের সর্বোচ্চ স্কোর করেছেন রহমানউল্লাহ গুরবাজ। ৫৫ বলে ৪৩ রান করেন তিনি।
রিশাদ হোসেন ৩ উইকেট নেন।
সেমিফাইনালে যাওয়ার জন্য অবশ্য ১২.৫ ওভারে এই রান টপকাতে হবে বাংলাদেশকে। তাহলে স্কোর সমান হওয়ার পরই একটি ছয় মেরে দিতে হবে। আবার ১২.৫ ওভারে বাংলাদেশকে করতে হবে ১২১ রান। আবার ১২.৩ ওভারে আফগানিস্তানকে টপকাতে পারলেও সেমিফাইনালে যাবে বাংলাদেশ। সে ক্ষেত্রে ১২.৩ ওভারে (৭৫ বল) করতে হবে ১১৯ রান।