সেমিফাইনালে যে সমীকরণে খেলবে বাংলাদেশ

মীর ইফতেখারুল হাসান

জুন ২৪, ২০২৪, ০৯:১৪ এএম

সেমিফাইনালে যে সমীকরণে খেলবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সুপার এইটে অস্ট্রেলিয়ার পর ভারতের সঙ্গে ৫০ রানে হেরে চলমান টি২০ বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন একপ্রকার শেষ হয়ে যায় বাংলাদেশের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানদের জয় বাংলাদেশের বন্ধ হতে যাওয়া দরজাই খুলে দিয়েছে। অজিদের এই হার আবারও সম্ভাবনা জাগিয়েছে টাইগার শিবিরে। পথটা যদিও কঠিন, তবে রশিদদের বড় ব্যবধানে হারাতে পারলেই সেমিফাইনালে ওঠার সুযোগ সৃষ্টি হবে বাংলাদেশের। অবশ্য এরপরও তাকিয়ে থাকতে হবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে।

সেমিফাইনাল খেলতে হলে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। তবে তার আগে অস্ট্রেলিয়ার ম্যাচের দিকেও তাকিয়ে থাকবে টাইগাররা। এক্ষেত্রে ভারতের বিপক্ষে অজিরা জয় পেলে বিদায় নিবে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া যদি হেরেও যায়। তবুও আফগানিস্তানকে হারিয়ে সুপার এইট নিশ্চিত হচ্ছে না বাংলাদেশের। নেট রানরেটে নাজমুল হাসান শান্তর দল অনেক পিছিয়ে। অজিদের নেট রান রেটের ধারে কাছে যাওয়া কঠিন হবে টাইগারদের জন্য।

২৪ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচে অজিদের হারের অপেক্ষায় থাকবে আফগানরাও। অস্ট্রেলিয়া ও আফগানিস্তান দুই দলের এখন ২ ম্যাচে রয়েছে ২ পয়েন্ট। নেট রান রেটে অজিরা যদিও বেশ এগিয়ে। নেট রান রেটে এগিয়ে যেতে আফগানিস্তানকে বিশাল ব্যবধানে জয়ের পাশাপাশি অজিদের ছোট জয়ের কামনা করতে হবে। এদিকে অস্ট্রেলিয়া হেরে গেলেই আফগানিস্তানের হিসাব সহজ হয়ে যায়। সেক্ষেত্রে বাংলাদেশকে হারাতে পারলেই ২ জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে রশিদ খানের দল।

ভারতকে যদি ১ রানে হারাতে পারে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের বিপক্ষে ৩৬ রানের বড় জয় পেলেই সেমিফাইনালে ঠাঁই করে নেবে আফগানিস্তান।

বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটি শুরু হবে ২৫ জুন ভোর সাড়ে ছয়টায়। এদিকে গ্রুপ ওয়ানের ২ ম্যাচে ২ জয় নিয়ে সেমিফাইনালে এক পা নিয়েই রেখেছে রোহিত শর্মার দল।

Link copied!