সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৫:০৮ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়েই প্রায় ৬ মাস পর মাঠে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বৃষ্টির কারণে সেই ম্যাচটি পণ্ড হয়ে যায়। দ্বিতীয় ম্যাচেও টাইগারদের দলে ছিলেন তিনি।
পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁতে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে সেদিন রিয়াদের প্রয়োজন ছিল ৫০ রান। তবে সেদিন ৪৯ রান করেই সাজঘরে ফিরতে হয় তাকে। ১ রানের জন্য থেকে যায় অপেক্ষা।
অবশেষে সেই অপেক্ষা পূরণ হয়েছে আজ। ব্যাট হাতে তৃতীয় ম্যাচে মাঠে নেমেই চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার।
শুরুটা ভালো করেছিলেন মাহমুদউল্লাহ, কিন্তু ইনিংস বড় করতে পারলেন না। মিলনের ভেতরের দিকে ঢোকা বলে ডিফেন্ড করতে গিয়ে আউটসাইড-এজড হয়েছেন ২৭ বলে ২১ রান করে। শান্তর সঙ্গে তাঁর জুটি থেমেছে ৪৯ রানেই।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান।