টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

বাংলাদেশকে ১০৬ রানে অলআউট করেছে নেপাল

স্পোর্টস ডেস্ক

জুন ১৭, ২০২৪, ০৭:০৯ এএম

বাংলাদেশকে ১০৬ রানে অলআউট করেছে নেপাল

সেন্ট ভিনসেন্টে বাংলাদেশকে ১০৬ রানে অলআউট করেছে নেপাল। ১৯.৩ ওভারে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। 

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে যেতে ইতিবাচক ফল দরকার টাইগারদের। এমন ম্যাচে নেপাল টস জিতে ফিল্ডিং নিয়েছিল। বাংলাদেশের টপ অর্ডাররা বাজে ব্যাটিং করেছে।

নিয়মিত বিরতি দিয়ে তারা উইকেট হারাতে থাকে। তানজিদ হাসান (০) প্রথম বলেই আউট হন। লিটন দাস (১০) ও নাজমুল হোসেন শান্ত (০) আবার ফ্লপ।

তাওহিদ হৃদয় (৯) যখন আউট হন তখন বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৩০। সাকিব ও মাহমুদউল্লাহ চেষ্টা করেন। রিয়াদ ১৩ রানে রানআউট হন। সাকিব ফেরেন ১৭ রানে।

জাকের আলী ১২ রানে আউট হলে মনে হয়েছিল বাংলাদেশ ১০০ পার হতে পারবে না। রিশাদ ৭ বলে ১৩ রান করেন। আর তাসকিন ১২ রান করেন। 

নেপালের সোমপাল, রোহিত, দীপেন্দ্র ও লামিচানে সমান ২টি করে উইকেট নেন। 

বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আনেনি। নেদারল্যান্ডস ম্যাচে যে একাদশ ছিল সেটাই তারা ধরে রাখে। 

 

Link copied!