সাকিবের বিশ্বকাপ শেষ

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ৭, ২০২৩, ০৩:১০ পিএম

সাকিবের বিশ্বকাপ শেষ

চোটে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের শেষ ম্যাচে খেলতে পারবেন না সাকিব আল হাসান। তার দেশে ফিরে আসার কথা। শ্রীলংকার ম্যাচে চোট নিয়ে খেলেছেন। 

এই শ্রীলংকার ম্যাচ খেলার সময় চোটে পড়েন তিনি। আর সেটা বোলিংয়ের সময়। পরে তিনি সে ব্যথা নিয়ে খেলেও গেছেন। ব্যাট হাতে ভূমিকা রাখেন এই ব্যাটার। বাংলাদেশ ম্যাচটি জিতেছেও। 

জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ হাতের তর্জনীতে আঘাত পায়। পরে হাতে টেপ পেঁচিয়ে ও ব্যথানাশক ওষুধ খেয়েই সে ব্যাটিং চালিয়ে গিয়েছিল। পরবর্তীতে ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করা হয়। যেখানে নিশ্চিত হয় তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরা পড়ে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব।’

সাকিব অবশ্য বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে পুনেতে ভ্রমণ করেছেন। এখন দলের সঙ্গে হয়তো থাকতেও পারেন। 

 

 

Link copied!